Header Ads

Header ADS

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ মতে দিনে এক ঘণ্টার বেশি গান শোনা ঠিক না।

শ্রবণেন্দ্রিয় ঠিক রাখতে দিনে এক ঘণ্টার বেশি গান শোনা উচিৎ না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ পরামর্শ দিয়েছে। ‘খুব জোরে’ ‘খুব বেশি’ গান শোনার কারণে বিশ্বের একশ কোটি ১০ লাখ কিশোর ও তরুণ শ্রবণযন্ত্রের স্থায়ী ক্ষতি হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।
সংস্থাটির মতে, অডিও প্লেয়ার, কনসার্ট ও বার ‘মারাত্মক হুমকির’ কারণ হয়ে দাঁড়িয়েছে। ডব্লিউএইচও’র পরিসংখ্যান অনুযায়ী ১২ থেকে ৩৫ বছর বয়সী চার কোটি ৩০ লাখ মানুষ এরই মধ্যে তাদের শ্রবণ ক্ষমতা হারিয়েছে এবং এ সংখ্যা দিন দিন বাড়ছে।
ডব্লিউএইচও’র মতে ধনী এবং মধ্যম আয়ের দেশের এই বয়সী জনগণের অর্ধেকাংশ নিজেদের গান শোনার যন্ত্রে বিপজ্জনক মাত্রায় সাউন্ড দিয়ে থাকে। যাদের ৪০ শতাংশ আবার ক্লাব ও বার গুলোতেও অতিরিক্ত শব্দ দূষণের মধ্যে থাকে। যুক্তরাষ্ট্রে কিশোর বয়সীদের শ্রবণ ক্ষমতা হারানোর হার ১৯৯৪ সালে ছিল ৩ দশমিক ৫ শতাংশ। ২০০৬ সালে যা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩ শতাংশে।

No comments

Powered by Blogger.