Header Ads

Header ADS

উঁচু দাঁত ও মাড়ি – প্রতিকার

অনেকেরই মাঢ়ি দাঁত অস্বাভাবিক উঁচু থাকে। যদি একই সাথে উপরের এবং নিচের মাঢ়ি উঁচু থাকে তাহলে তাকে বাইম্যাক্স বলে। আর যদি শুধু উপরের মাঢ়ি উঁচু থাকে তাকে ক্লাস- মেল অক্লুসান বলে। যদি নিচের মাঢ়ি উঁচু থাকে তাকে ক্লাস- মেল অক্লুসান বলা হয়। আজ আমরা বাইম্যাক্স সমস্যা সম্পর্কে জানব। এর ফলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়, নিচের ঠোঁট মোটা হয়ে যেতে পারে। উপরের নিচের ঠোঁট মেলাতে সমস্যা হতে পারে। সমস্যা অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করা সম্ভব। এই চিকিসার অংশ হিসেবে চারটি দাঁত ফেলে দেয়া হয়। তবে দাঁত ফেলার পর যে খালি জায়গা তৈরি হয়, তা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। চিকিসা শেষে সব ফাঁকা জায়গা পূরণ হয়ে যায়। এতে এক থেকে দেড় মাস এমনকি বছর সময়ও লাগতে পারে। চিকিসা কিছুটা ব্যয়বহুল


সঃ দৈনিক নয়াদিগন্ত, ০৯ ডিসেম্বর ২০০৭
লেখকঃ ডা. এস এম
আবদুল্লাহ

1 comment:

Powered by Blogger.