Header Ads

Header ADS

লিপস্টিক কি ঠোঁটের জন্য ক্ষতিকর?


লাল, গোলাপী থেকে শুরু করে নানা বর্ণের লিপস্টিক রয়েছে। আর এসব লিপস্টিকে রয়েছে লিড বা সীসা, ক্যাডমিয়াম, এলোমিনিয়ামসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান। 
বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন একজন লিপস্টিক ব্যবহারকারী মহিলা দিনে সর্বোচ্চ ২০ বার পর্যন্ত লিপস্টিকের প্রলেপ দেন ঠোঁটে। আর এসব লিপস্টিক মুখের মধ্যে গিয়ে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে।
এ ব্যাপারে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও গবেষণার প্রধান অথার ড: ক্যাথরিন হ্যামন্ড মনে করেন, লিপস্টিকের মাত্রাতিরিক্ত ব্যবহার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে তা নয়, তবে এটা নিয়ে স্বস্থিকর কোন তথ্য নেই।
বোস্টন বিশ্ববিদ্যালয়ের সীসা প্রতিরোধ কর্মসূচির পরিচালক ড. সিয়ান পালফ্রে উল্লেখ করেছেন, সীসা শরীরে জমা হতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 
বিশেষজ্ঞগণ বলছেন, লিপস্টিক ও লিপ গ্লোসেস-এর ক্ষতিকর উপাদানের কথা বিবেচনায় এনে কম বয়সের মেয়েদের লিপস্টিক না ব্যবহার করা ভালো।


For Add Edit Update or Remove your data, Please mail me.....
Md. Nazmul Huda 

Narayanganj, Bangladesh
Powered by Blogger.