Header Ads

Header ADS

শিশুর প্রথম দাঁত পড়া

সাধারণত প্রথমে পড়ে সামনের পাটির নিচের দুটি দাঁত, তারপর সামনের ওপরের দুটি, তারপর পাশের ধারালো, প্রথম মোলার, ক্যানাইন ও সবশেষে দ্বিতীয় মোলার। ১২ থেকে ১৩ বছরের মধ্যে সব দাঁত পড়ে গিয়ে আবার ওঠার কথা।
সময়ের আগে দন্তক্ষয় বা দুর্ঘটনার কারণে কোনো শিশুর দাঁত পড়ে যেতে পারে। শিশুরা কোনো কোনো ক্ষেত্রে দাঁত পড়া নিয়ে উত্তেজনায় ভোগে, কখনো ভয়ে। দাঁত মাড়ি থেকে ঢিলে হয়ে পড়ে যাওয়ার আগে স্থায়ী দাঁত উঠতে শুরু করলে তা পর্যাপ্ত জায়গা না পেয়ে বেঁকে যেতে পারে। দাঁত ঢিলে হয়ে গেলে একটা টিস্যু বা গজ দিয়ে আঙুল দিয়ে ধরে টান দিলেই পড়ে যাওয়ার কথা। দু-এক ফোঁটা রক্ত পড়লেও তা টিস্যু চেপে ধরলেই চলে যাবে।
নতুন দাঁত ওঠার সময় শিশুকে ক্যালসিয়ামযুক্ত খাবার যেমন প্রচুর দুধ, ছোট মাছ ইত্যাদি খেতে দিন। দুই বেলা ব্রাশ করতে শেখান ও ফ্লস ব্যবহার করতে শেখান। এই সময় দাঁতের ও মাড়ির যত্ন নেওয়া জরুরি। 

সূত্র: মায়ো ক্লিনিক।

No comments

Powered by Blogger.