Header Ads

Header ADS

চিনিযুক্ত পানীয়ে সতর্ক হোন

চিনিযুক্ত পানীয়ে সতর্ক হোন


মধ্যবয়সী নারীরা চিনিযুক্ত পানীয় বা মিষ্টি পানীয় বেশি পান করলে তাঁদের মধ্যে জরায়ু ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইওয়া উইমেনস হেলথ স্টাডি নামের এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
গবেষণায় দেখা গেছে, মেনোপজের পর যে নারীরা সপ্তাহে অন্তত চার বা তার বেশিবার চিনিযুক্ত পানীয় বা মিষ্টি ড্রিংক পান করেছেন তাঁদের মধ্যে টাইপ১ বা ইস্ট্রোজেননির্ভর জরায়ু ক্যানসারের ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ৭৮ শতাংশ বেশি। বিজ্ঞানীরা এ গবেষণার ফলাফল ক্যানসার এপিডেমিওলজি, বায়োমার্কার অ্যান্ড প্রিভেনশন সাময়িকীতে প্রকাশ করেছেন। ইতিপূর্বে দেখা গেছে, স্থূলতা বা মেদের আধিক্য নারীদের জরায়ু ক্যানসারের সঙ্গে সম্পর্কিত। অতিরিক্ত চিনিযুক্ত পানীয় গ্রহণ এই মেদকে বাড়িয়ে দিয়ে হয়তো ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে বিজ্ঞানীদের ধারণা।
৫৫ থেকে ৬৯ বছর বয়সী নারীদের ওপর গবেষণা করে যেসব বিষয়কে জরায়ু ক্যানসারের জন্য ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে তা হলো বয়স, স্থূলতা বা ওজনাধিক্য, পেটের অতিরিক্ত মেদ, ডায়াবেটিসের ইতিহাস, কম বয়সে মাসিক শুরু হওয়া ও অনেক বেশি বয়সে শেষ হওয়া এবং ইস্ট্রোজেন বা হরমোন থেরাপি। সেই সঙ্গে প্রায় ১২৭ ধরনের খাবারের মধ্যে চিনিযুক্ত পানীয়কেই অতিঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে। 

মেডপেজ

www.whereindoctor.com

No comments

Powered by Blogger.